কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো: আবদুল হক। বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য মো. কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন , আওয়ামীলীগ নেতা আনোয়ারুল আজিম। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল। বাইশগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, রুহুল আমিন, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, শাখাওয়াত হোসেন সুজন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মহি উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন হোসেন, বাইশগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক রিয়াজুল হায়দার চৌধুরী বাবু, বাইশগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আবদুল হাই টেলু, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খান, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বাহার, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম হিরাসহ আরো অনেকে। সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী বাইশগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কে আরো গতিশীল করার জন্য ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক হিসেবে মো: মুক্তার হোসেন, আবদুল্লাহ আল নাছের পারভেজ, মাঈন উদ্দিন সুমন, নুরুল ইসলাম ও সদস্য দিদার আলম, রফিকুল ইসলাম, মনির হোসেন, শামছুল ইসলাম, জয়নাল আবেদীন, রুহুল আমিন, কামাল হোসেন, আমির হোসেন বাচ্চু, দুলাল বাঙ্গালী, মাওলানা আবু সাইদ, দ্বীন ইসলামের নাম ঘোষণা করেন।