[] আমি দেখেছি[]
% শ্যামল বণিক অঞ্জন%
আমি এক মহানায়ককে দেখেছি
দেখেছি এক মহাকবি,হাজার বছরের শ্রেষ্ঠ এক মহামানবকে,এক কিংবদন্তীকে।
আমি এক জলন্ত অগ্নীগিরী দেখেছি
দেখেছি মেঘাচ্ছন্ন আকাশে বিজলীর চমক,বজ্রপাত হতেও।
আমি এক আদর্শবান ন্যায়পরায়ণ বিশুদ্ধ দেশ প্রেমিক মহাণ নেতাকে দেখেছি,
দেখেছি এক সিংহ পুরুষকে,মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসার এক অফুরান ভাণ্ডারকে।
আমি এক তেজস্বী সূর্যকে দেখেছি,
দেখেছি এক মহাসমুদ্রকে।
আমি এক সবুজের চাঁদরে জড়ানো মুক্ত দেশের ছবি দেখেছি,
দেখেছি নীলাঞ্চলে পাখিদের অবাধে উড়ে যেতে,
দেখেছি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
আমি এক আদর্শ দায়িত্বশীল জনককে দেখেছি,
দেখেছি এক শেখ মুজিব, এক বঙ্গবন্ধু এক অবিচল স্বপ্নদ্রষ্টাকে।